আসসালামু আলাইকুম, computershikkha.com পক্ষ থেকে আমি মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে।
আজকে শুরু করতে যাচ্ছি ফটোশপ বেসিক থেকে এ্যাডভান্সড কোর্স এর প্রথম পার্ট (Photoshop Basic to Advanced Course Part-1)।
টিউটোরিয়ালের মুল পর্বে যাওয়ার আগে কিছু টিপস শেয়ার করতে চাই:
যা এই ফটোশপ কোর্সটি ভালোভাবে শেষ করতে আপনাদের কাজে আসবে
একা দেখছেন? একা একা শিখলে কি হবে? বন্ধুদের সাথেও শেয়ার করুন এবং পরবর্তি টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করে নটিফিকেশন অন করে রাখুন।
টিপস নাম্বার ১:
আমি ধরে নিচ্ছি আপনি নতুন শুরু করছেন, তাই প্রতিটি টিউটোরিয়াল ভিডিও টেনেটেনে না দেখে সম্পুর্ণ দেখুন।
টিপস নাম্বার ২:
ভিডিও দেখার সময় এইচডি মোড এ দেখুন। তাহলে ক্লিয়ার দেখতে পাবেন। ভিডিও সেটিংস থেকে সহজেই কোয়ালিটি চেইঞ্জ করে নিতে পারবেন।
টিপস নাম্বার ৩:
পরে দেখে নেবো এই চিন্তা করে কখনই ভিডিও ডাউনলোড করে রাখবেন না। হার্ডডিস্ক ফুল হতে থাকবে কিন্তু শেখা আর হবে না। ভিডিও গুলো যেহেতু ফ্রি, আমার চ্যানেলটি বুকমার্ক করে রাখুন। আপনি যেকোনো সময় দেখতে পারবেন। তাই শিখতে চাইলে ডাউনলোড করবেন না।
টিপস নাম্বার ৪:
ভিডিওর কোনো অংশ প্রথমে না বুঝলে আবার দেখেুন। প্রয়োজনে কয়েকবার দেখুন।
টিপস নাম্বার ৫:
যদি মনে করেন ভিডিও টি দ্রুত বা আস্তে দেখা দরকার, তাহলে সেটিংস থেকে প্লেব্যাক স্পিড বারিয়ে কিংবা কমিয়ে নিন।
টিপস নাম্বার ৬:
কোথাও একেবারেই বুঝতে পারছেন না? প্রশ্ন করুন। প্রশ্ন করতে- আমার ফেইসবুক পেজ ফলো করতে পারেন, গ্রপে জয়েন করতে পারেন। আর নিচের কমেন্টস বক্সতো আছেই।
টিপস নাম্বার ৭:
কোনো প্রশ্ন করার আগে দেখে নিন একই প্রশ্ন অন্য কেও করেছে কিনা এবং আমি সেই প্রশ্নের রিপ্লাই দিয়েছি কিনা।
টিপস নাম্বার ৮:
টিউটোরিয়ালে দেখানো সোর্স ফাইল দরকার হলে ফোইসবুক পেইজে ইনবক্স করুন বা গ্রপে পোস্ট করুন।
টিপস নাম্বার ৯:
পরবর্তি টিউটোরিয়লগুলো দেখার জন্য চ্যানেলটি ব্রাউসারে বুকমার্ক করে রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই।
পরবর্তি টিউটোরিয়ালে আপনাদের জানাবো –
- ফটোশপ কি?
- ফটোশপ কেনো শেখা উচিৎ?
- ফটোশপ শেখা শেষে Career Opportunity কেমন?
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।