Free Adobe Photoshop CC Tutorial in Bangla: Part 3 | Best Computers For Photoshop | Best Computer For A Graphics Designer
আসসালামু আলাইকুম, Computer Shikkha এর পক্ষ থেকে আমি মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে।
আজকে শুরু করতে যাচ্ছি ফটোশপ বেসিক থেকে এ্যাডভান্সড কোর্স এর পার্ট-৩।
এই পর্বে আমরা যে বিষয় জানবো তা হচ্ছে: ফটোশপ ব্যবহারের জন্য কেমন কম্পিউটার লাগবে? বা ফটোশপের জন্য System Requirements কি?
যারা আমার চ্যানেলটি already সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নি- এখনই সাবস্ক্রাইব করুন ও পরবর্তি টিউটোরিয়াল পেতে বেল বাটন প্রেস করে নটিফিকেশন অন করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
১. ফটোশপ ব্যবহারের জন্য আপনার কেমন কম্পিউটার লাগবে?
যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন এবং গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য নতুন কম্পিউটার কিনতে যাচ্ছেন এই সেকশনটি তাদের জন্য।
শুরু করা যাক র্যাম দিয়ে-
র্যাম (RAM): কেমন র্যাম কিনবেন? ৮ জিবি থেকে ১৬ জিবি মোটামুটি ভালো। আমার অভিজ্ঞতা হচ্ছে কমফোর্টলি কাজ করার জন্য র্যাম ১৬জিবির উপরে হলেই ভালো। বেষ্ট অপশন হচ্ছে ১৬জিবি বা ৬৪জিবি। প্রফেশনাল ভাবে কাজ করতে চাইলে ১৬জিবি বা ৬৪জিবি কিনুন।
গ্রাফিক্স কার্ড (GPU): আপনার যদি বাজেট কম থাকে তাহলে জিপিইউ ইন্টেগ্রেটেড ইনটেল প্রসেসর (GPU integrated Intel Processor) কিনতে পারেন। এতে আপনার আলাদা গ্রাফিক্স কার্ড কেনার টাকা বেচে যাবে।

GPU integrated Intel Processor চিনবো কিভাবে? Processor এর ডিটেইলস ইনফরমেশন চেক করুন। দেখুন Intel HD Graphics 630 লেখা আছে কিনা।

আলাদা গ্রাফিক্স কার্ড না কিনে, আপনি আরেকটু বাজেট বাড়িয়ে Core i5 বা Core i7 সিপিইউ কিনুন। আমি মনে করি নতুনদের জন্য এটাই ভালো।
ইনটেল Core i7 8700K এর সাথে যে ইন্টেগ্রেটেড জিপিইউ থাকবে ফটোশপের জন্য এইটাই যথেষ্ট। পরে যদি আপনার হাতে এক্সট্রা টাকা আসে তখন আপনি ভালো একটা গ্রাফিক্স কার্ড কিনে নিতে পারেন।
প্রোসেসর (CPU): এখন কথা হচ্ছে ইনটেল, না এএমডি প্রসেসর কোনটা কিনবো? ফটোশপের জন্য ভালো হচ্ছে যেই প্রসেসরে ক্লক স্পিড ভালো। এখেত্রে ইনটেল ভালো।
এসএসডি (SSD): এসএসডি সম্পর্কে আমরা অনেকেই জানি যে, রেগুলার হার্ড ডিস্ক থেকে এসএসডির স্পিড অনেক ভালো।
ফটোশপ ব্যবহারে স্পিড ভালো পেতে হলে স্ক্র্যাস ডিস্ক হিসেবে ২৫০জিবি+ একটা এসএসডি ব্যবহার করতে পারেন।
র্যাম মেমোরি লিমিট হয়ে গেলে ফটোশপ স্ক্র্যাস ডিস্ক মেমোরি ইউজ করবে। এবং অবশ্যই স্ক্র্যাস ডিস্ক হিসেবে ব্যবহৃত এসএসডি তে ফটোশপ ইনস্টল করবেন না। সাধারন ভাবে এই এসএসডি তে বেশি কিছু ইনস্টলও করবেন না।
অন্যান্য প্রোগ্রাম ইনস্টল করবেন অন্য হার্ড ডিস্ক এ। আর স্ক্র্যাস ডিস্ক হিসেবে ব্যবহারের জন্য এসএসডি টি প্রায় খালি রাখতে হবে।
কিভাবে এসএসডি স্ক্র্যাস ডিস্ক হিসেবে ব্যবহার করবেন? ওপরের ভিডিও টি দেখুন।
(HDD) হার্ডডিস্ক ও এসএসডি একসাথে ব্যবহার করছেন তাই এসএসডি তে পার্টিশন করবেন না।
ডেস্কটপ না ল্যাপটপ: আমি পার্সনালি খুব প্রয়োজন না হলে গ্রাফিক্সের কাজের জন্য ল্যাপটপ সাপোর্ট করি না। এতে কাজের গতি কমে যায়।
ডেস্কটপ কম্পিউটার সহজে আপগ্রেড করা যায়। কিন্তু ল্যাপটপ সেটা পারবেন না।
প্রায়ই ডিসপ্লে ১৯২০ x ১০৮০ হাই রেজ পাওয়া যায় না। অতএব আপনি ভালো কালার আশা করতে পারবেন না। যদিও এখন ভালো কনফিগারের ল্যাপটপ বাজারে পাওয়া যায়।
যে দাম দিয়ে আপনি ল্যাপটপ কিনবেন, আমি মনে করি তার চেয়ে কমদামে আপনি ডেস্কটপ কিনলে বেস্ট হবে। অতএব আপাতত ল্যাপটপ দরকার নাই। তারচেয়ে ভালো কনফিগারের একটি ডেস্কটপ কম্পিউটারের জন্য ইনভেস্ট করুন।
আর যদি আপনার ভালো বাজেট থাকে তাহলে ডেস্কটপের পাশাপাশি ল্যাপটপ কিনতে পারেন।
এ্যাপল: অনেকেই প্রশ্ন করেন Mac কেমন হবে?
Mac অনেক লিমিটেশন আছে। যেমন- দাম বেশি। পছন্দ মত কনফিগারের ম্যাক পাবেন না। আবার তাদের প্রায় সকল হার্ডওয়্যার আপনি আপগ্রেড করতে পারবেন না। বা করতে পারলেও কস্টলি হবে।
আমি রিকমেন্ড করবো: কোরআই৭ ইনটেল প্রসেসর, প্রসেসর সাপোর্ট করবে এমন একটা মাদারবোর্ড, উইনডোস ওএস, ১৬জিবি র্যাম, ২৫০জিবি এসএসডি, ১টিবি এইচডিডি এবং ভালো একটা গ্রাফিক্স কার্ড। বাকি হার্ডওয়্যার আপনার পছন্দমত কিনে নিবেন।
Minimum system requirements for Photoshop CC:
- Processor: 2 GHz or faster Intel processor with 64-bit support.
- RAM: 8 GB recommended.
- Graphics card: nVidia GeForce GTX 1660 is recommended.
- SSD: 250GB
- Hard disk: 1TB (50gb free space)
- Monitor resolution: 1920 x 1080 display.
- Operating system: Microsoft Windows 10 (64-bit).
আমার পুরোনো কম্পিউটারের স্পেসিফিকেশান ছিল এই রকম:
My Old Personal Computer Specifications:
- Processor: Intel Core 2 Duo
- Mainboard: Gigabyte Combo G41M
- RAM: 8GB DDR3
- Graphics Card: 2GB Gigabyte GeForce GT 720
- SSD: 240GB Samsung
- HDD: 1TB Western Digital
আমার নতুন কম্পিউটারের স্পেসিফিকেশান:
My New Personal Computer Specifications:
- Processor: Intel Core i9 9900K 9th Generation
- Mainboard: Gigabyte Z390 Aorus Pro WIFI
- RAM: 32GB Corsair Vengence LPX DDR4 3200mhz
- Graphics Card: 6GB Gigabyte GeForce GTX 1660 Ti Windforce OC
- SSD: 500GB HP EX900 NVMe SSD
- HDD: 4TB Western Digital
- Cooler: Cooler Master MasterLiquid ML240R CPU Cooler
- Power Supply: Corsair VS 650W
- Case: Corsair Carbide Series Mid Tower ATX Gaming case

আজ এই পর্যন্তই।
আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন।
পরবর্তি টিউটোরিয়ালে থাকছে –
১. ফটোশপ ইনটারফেস (Photoshop CC Interface) পরিচিতি
২. ফটোশপের বেষ্ট সেটিংস এবং কিভাবে ফটোশপ ওয়ার্কস্পেস কাস্টোমাইজ করবেন? Photoshop Preferences Panel + Customize Your Workspace.
এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।