Free Adobe Photoshop CC Tutorial in Bangla: Part 2 | What is the Career Opportunity After Learning Photoshop?

What is Photoshop? Why you should learn Photoshop? What is the career opportunity after learning Photoshop?

আসসালামু আলাইকুম, computershikkha.com এর পক্ষ থেকে আমি মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে।

আজকে শুরু করতে যাচ্ছি ফটোশপ বেসিক থেকে এ্যাডভান্সড কোর্স এর পার্ট-২।

এই পর্বে আমরা জানবো:

  • ফটোশপ কি?
  • ফটোশপ কেনো শেখা প্রয়োজন?
  • শেখা শেষে Career Opportunity কেমন?

যারা আমার চ্যানেলটি already সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নি- এখনই সাবস্ক্রাইব করুন ও পরবর্তি টিউটোরিয়াল পেতে বেল বাটন প্রেস করে নটিফিকেশন অন করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

Subscribe YouTube Channel

ফটোশপ কি?

আমরা সবাই কম-বেশি ফটোশপের কথা জানি। যারা কম্পিউটারে কোনো দিন ইমেজ নিয়ে কাজ করেন নাই আমার মনে হয় তারাও ফটোশপের কথা শুনেছেন।

এটি এ্যাডোবি কোম্পানির একটি গ্রাফিক্স সফ্টওয়্যার এ্যাপ্লিকেশন।

Windows এবং Mac এই দুই অপারেটিং সিস্টেমের জন্যই ফটোশপ ভার্সন আছে। আবার মোবাইলের জন্য আইওএস এবং এনড্রয়েড দুইটার জন্যও আছে।

প্রশ্ন হচ্ছে কারা ফটোশপ ব্যবহার করেন?

সাধারনত প্রফেশনাল ডিজাইনার এবং ফটোগ্রাফাররা ফটোশপ ব্যবহার করেন।

ফটোশপ কিকি কাজে ব্যবহার করা যায়?

বেসিক ইমেজ ইডিটিং থেকে শুরু করে হাই কোয়ালিটির ইমেজ রিটাচের জন্য ফটোশপ ব্যবহার হয়। যেমন- ইমেজের কালার কারেকশান, ব্যাকগ্রাউন্ড চেইঞ্জ, ক্লিপিংপাথ, ইমেজ ম্যানিপুলেশান, ইত্যাদির জন্য ফটোশপ ইউজ করা হয়।

আবার পিএসডি ওয়েব ডিজাইনের জন্যও ফটোশপ খুবই জনপ্রিয়। ওয়েবের জন্য প্রায় সকল ধরনের ডিজাইন করার জন্য ডিজাইনাররা ফটোশপটাই বেশি ব্যবহার করেন।

আবার ফটোশপ দিয়ে শর্ট ভিডিও, এ্যানিমেশনও তৈরি করা যায়।

Photoshop শেখার পর Career Opportunity কেমন?

Photoshop জানা একজন Designer অনেক ভাবেই ঘরে বসে Earn করতে পারেন। যেমন-

  1. ডিজাইন Contest এ Participate করতে পারেন। যেমন- 99Design, CrowdSpring, Freelancer এই সকল সাইটে ওয়েবসাইট ডিজাইন, টি-সার্ট ডিজাইন, লোগো ডিজাইন, ফ্লাইয়ার/নিউজলেটার ডিজাইন, ইত্যাদি Contest হয়। Photoshop ভালেভাবে শিখে আপনিও এই সকল ডিজাইন Contest এ Participate করতে পারেন। এখানে প্রাইস Fixed করা থাকে যে Winner হবে, মানে ক্লাইন্ট যার ডিজাইন Select করবেন সেই ক্লাইন্টের Fixed করা Money টা পাবেন।
  2. International Company গুলোতে Remotely কাজ করা যাবে। এটা হতে পারে প্রজেক্ট বেইজ, পার্টটাইম কিংবা ফুলটাইম জব।
  3. আমাদের দেশে এখন অনেক Design Agency আছে। এই সকল কোম্পানিতে ফুলটাইম জবের সুযোগ আছে।
  4. অনেক ফ্রিল্যান্সিং প্লাটফর্ম আছে, যেমন- Freelancer, Upwork, Fiverr, People Per Hour, ইত্যাদি। এইসব সাইটগুলোতে ঘরে বসে কাজ করা যাবে।
  5. নিজের Design Agency চালু করতে পারেন। এখানে কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন টাইপের PSD Design, PSD Website ডিজাইন ইত্যাদি করে বিভিন্ন মার্কেটে সেল করতে পারেন। যেমন- ThemeForest, GraphicRiver, FreePik, Creative Market ইত্যাদি। এভাবে অনেকেই মাসিক একটা Passive Income করছে।

ফটোশপ ভালোকরে শিখে আপনিও ট্রাই করে দেখতে পারেন।

আজ এই পর্যন্তই।

আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে।

বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন।

পরবর্তি টিউটোরিয়ালে থাকছে –

  • ফটোশপের জন্য আপনার কেমন কম্পিউটার লাগবে?
  • ফটোশপের বেস্ট সেটিংস, এবং
  • কিভাবে ফটোশপে কাজের স্পিড বাড়াবেন?

এই সকল বিষয় নিয়ে আলোচনা।

Subscribe YouTube Channel

ধন্যবাদ।

আসসালামু আলাইকুম।

Leave a Comment