Photoshop CC Tutorial Part 6: How to Create a New Document and 10 Ways to Open a Document in Photoshop

আসসালামু আলাইকুম, কম্পিউটার শিক্ষা (computershikkha.com) এর পক্ষ থেকে আমি মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে।

আজকে শুরু করতে যাচ্ছি ফটোশপ বেসিক থেকে এ্যাডভান্সড কোর্স এর পার্ট-৬

এই পর্বে আমরা ৩টি বিষয় জানবো:

  1. কিভাবে ফটোশপ ডকুমেন্ট তৈরি করবেন? এবং ফটোশপ ডকুমেন্ট তৈরি করার বিভিন্ন পদ্ধতিগুলো কিকি।
  2. কিভাবে ফটোশপে পুর্বে তৈরিকৃত ডকুমেন্ট বা ইমেজ ওপেন করবেন? ফটোশপে ফাইল ওপেন করার ১০টি পদ্ধতি।
  3. কিভাবে ফটোশপে ওপেনকৃত ফাইল বা ইমেজ ক্লোজ করবেন? কিভাবে একটি একটি করে ক্লোজ করবেন আবার একসাথে ওপেনকৃত একাধিক ফাইল ক্লোজ করবেন?
  4. ফটোশপ ক্লোজ করা বা ফটোশপ থেকে বের হয়ে যাওয়ার ৪টি পদ্ধতি

এই সব নিয়ে বিভিন্ন টিপস এ্যান্ড ট্রিক্স।

টিউটোরিয়ালটি একটু বড় হবে। কারন, বেশকিছু টেকনিক শেয়ার করেছি। ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে সম্পুর্ণ দেখুন। প্রয়োজনে কয়েকবার দেখুন এবং আপনার কম্পিউটারে ফটোশপ ওপেন করে সাথে সাথে প্রাক্টিস করুন। কয়েকবার প্রাক্টিস করলে আর ভুলবেন না।

কোনো টপিক স্কিপ করতে চাইলে, ভিডিও ডেসক্রিপশনে টাইম উল্লেখ করে টপিক এবং লিংক দিয়ে দিয়েছি। লিংকে ক্লিক করে বা টেনে নির্দিষ্ট টপিক দেখতে পারবেন।

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নি- এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তি টিউটোরিয়াল পেতে বেল বাটন প্রেস করে নটিফিকেশন অন করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

১. চলুন যানাযাক কিভাবে ফটোশপ ডকুমেন্ট তৈরি করবেন এবং কি কি পদ্ধতিতে ফটোশপ ডকুমেন্ট তৈরি করা যায়?

ফটোশপ স্টার্ট ওয়ার্কস্পেস থেকে-

ghhh

ফাইল মেনু থেকে-

ghh

কিবোর্ড সর্টকাট-

gggh

নিউ ডকুমেন্ট প্রিসেট সেইভ করা-

gggg

যদি লেটেস্ট ”নিউ ডকুমেন্ট” ইন্টারফেইস ভালে না লাগে তাহলে পুরোনো লেগেসি ”নিউ ডকুমেন্ট” ইন্টারফেইস ব্যবহার কিভাবে করবেন?

hyfrthf

২. কিভাবে ফটোশপে পুর্বে তৈরিকৃত ডকুমেন্ট বা ইমেজ ওপেন করবেন? এবং কি কি পদ্ধতিতে ওপেন করা যায়?

আমি একে একে আপনাদের ১০ পদ্ধতি দেখানোর চেস্টা করছি-

  1. ডেস্কটপ বা কোনো ড্রাইভ এর ফোল্ডার থেকে-
  2. ফটোশপ স্টার্ট ওয়ার্কস্পেস থেকে-
  3. ফাইল মেনু থেকে + ফাইল মেনুর অন্নান্য ওপেন অপশন-
  4. কিবোর্ড সর্টকাট-
  5. ব্রিজ থেকে ওপেন-
  6. ক্যামেরা র থেকে ওপেন
  7. ড্রাগ এন্ড ড্রপ কোনো ফাইল ওপেন করা না খাকলে
  8. ডকুমেন্ট ট্যাবে ড্রাগ এন্ড ড্রপ একাধিক ফাইল ওপেন থাকা অবস্থায়
  9. এ্যাকটিভ ডকুমেন্টে / ফাইলে ড্রাগ এন্ড ড্রপ
  10. একাধিক ফাইল একসাথে ড্রাগ এন্ড ড্রপ করে ওপেন

৩. কিভাবে বিভিন্ন পদ্ধিতি ফলো করে ফটোশপে ওপেনকৃত ফাইল বা ইমেজ ক্লোজ করবেন?

  • ফাইল মেনু থেকে
  • ডকুমেন্ট ট্যাব থেকে টপ রাইটে ছোট ক্রোস বাটন
  • ফাইল মেনু এর অন্নান্য ক্লোস অপশন দেখাতে হবে
  • কিবোর্ড সর্টকাট

৪. ফটোশপ ক্লোজ করা বা ফটোশপ থেকে বের হয়ে যাওয়ার ৪টি পদ্ধতি।

gkhk

আজ এই পর্যন্তই।
আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে।
বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন। আর পরবর্তি টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নটিফিকেশন অন করে রাখুন।

ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।

Leave a Comment