ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখুন – ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ইনকাম করুন
আস্সালামু আলাইকুম। কম্পিউটার শিক্ষা ডট কম (computershikkha.com) এর পক্ষ থেকে আমি মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন কোর্স-এ।
আমরা জানি বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন একটা জনপ্রিয় পেশা। গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ভালো ইনকামও করা যায়। বেকার ভাইদের জন্যতো বটেই, বোনদের জন্যও এটা ঘুবই উপযোগী।
যে সকল ভাই বোনেরা চাচ্ছেন ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ইনকাম করবেন। তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন হতে পারে খুব ভালো একটা উপায়।
তাই, যারা বেকার আছেন কিংবা স্বল্প বেতনে চাকুরি করে পরিবারকে ভালোভাবে সাপোর্ট দিতে পারছেন না। আপনি চাইলেই অবসর সময় নষ্ট না করে এই সময়টাকে কাজে লাগাতে পারেন।
ছাত্রছাত্রী যারা আছেন পড়ালেখার পাশাপাশি এদিক সেদিক সময় ব্যয় না করে আপনারাও সময় টা কাজে লাগাতে পারেন। পড়ালেখা শেষ করে যেন চাকুরির জন্য বসে থাকতে না হয়।
শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন। করতে পারেন ফ্রিল্যান্সিং।
তো যারা জানেন না কিভাবে শিখবো গ্রাফিক্স ডিজাইন এবং কিভাবে করবো ফ্রিল্যান্সিং?
এই সকল ভাই বোনদের কথা বিবেচনা করেই আমি শুরু করতে যাচ্ছি কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন কোর্স।
কোর্স টি হবে একেবারে নতুনদের উপযোগী করে। গ্রাফিক্স ডিজাইনে বিগেনার থেকে এ্যাডভান্সড। এছাড়া বিভিন্ন রিয়েল লাইফ প্রজেক্টও করে দেখানো হবে।
আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনার কোর্স ফি কত? অনেকেইতো শিখাচ্ছে 15 থেকে 20 হাজার টাকা করে নিচ্ছে।
আমি জানি, শুরুতেই সবার জন্য এই পরিমান টাকা খরচ করা সম্ভব হয় না। কিংবা একটু কষ্ট হয়ে যায।
আমি আগেই বলেছি, আমার কোর্সটি বেকার, স্বল্প বেতনে যারা চাকুরি করেন এবং ছাত্রছাত্রীদের জন্য। নতুনদের সহযোগীতা করতে আমি এই কোর্স এর জন্য কোন কোর্স ফি নিচ্ছি না।
হ্যা আপনি ঠিক শুনেছেন। এটা সম্পুর্ণ ফ্রি গ্রাফিক্স ডিজাইন বিগেনার থেকে এ্যাডভান্সড কোর্স।
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনাকেতো চিনি না। আপনি কি গ্রাফিক্স ডিজাইন পারেন? অনলাইনে ইনকাম করেছেন?
সত্যি বলতে, ফেইসবুক কিংবা অনলাইন কমিউনিটিতে আমি তেমন সময় ব্যয় করি না। এটা ব্যস্ততার কারনে বলতে পারেন। কারন আমি লোকাল চাকুরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এ সময় দিয়েছি।
আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে 10 বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন কোম্পানিতে চাকুরি করেছি। পাশাপাশি পার্টটাইম ফ্রিল্যান্সিং করেও আমি আপওয়ার্ক এ একজন টপ-রেটেড ফ্রিল্যান্সার।
এখন আমি ফুলটাইম ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি মার্চ বাই অ্যামাজন ও বিভিন্ন টি-সার্ট সেলিং সাইটগুলোতে টি-সার্ট ডিজাইন করে সেল করছি।
ইনশা আল্লাহ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমার নির্দেশনা ফলো করলে ইনশা আল্লাহ আপনিও সফল হবেন।
কিভাবে শিখবেন এইতো?
আপনাকে কোথাও যেতে হবে না। শুধু লাগবে মোটামুটি কোর আই 3 বা 5 মানের একটি কম্পিউটার অথবা ল্যাপটপ এবং ইনটারনেট কানেকশন।
এখন, ডেসক্রিপশনে দেয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত প্রতিদিন স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন এবং প্রাকটিস করুন।
সাপোর্টের জন্য আমার ফেইসবুক পেজ ফলো করুন এবং গুরুপে জয়েন করুন।
আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি –
কেনো গ্রাফিক্স ডিজাইন শিখবো?
গ্রাফিক্স ডিজাইন শিখে দেশের বিভিন্ন কোম্পানিতে চাকুরির সুযোগের পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন।
আমি কি পারবো?
ইনশা আল্লাহ চেস্টা করলে আপনিও পারবেন। আমি নতুনদের জন্য উপগোগী করেই কোর্সটি সাজিয়েছি।
কি কি সফটওয়্যার শিখতে হবে? আপনাদের এখানে গ্রাফিক ডিজাইন কোর্সে কি কি শিখানো হবে?
আমরা মেইন ফোকস থাকবে এ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, এবং ইনডিজাইন।
পাশাপাশি আমরা শিখবো এ্যাডোব এক্সডি, ইউআই ডিজাইনের জন্য। আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো শিখবো বেসিক এ্যানিমেশন ও ভিডিও এডিটিং এর জন্য।
এছাড়াও যারা একেবারেই নতুন, কম্পিউটার কেবল শিখছেন, তাদের কথা চিন্তা করে অফিস এ্যাপ্লিকেশনগুলো এবং উইন্ডোস 10 নিয়েও এ্যাডভান্সড টিউটোরিয়াল দেওয়ার ইচ্ছা আছে।
কারন অনেক সময় দেখেছি ক্লাইন্ট বলে বসে- আমাকে একটা ছোট ভিডিও তৈরি করে দাও, স্লাইড তৈর করে দাও ইত্যাদি। এক্সট্রা এ্যাপ্লিকেশনগুলো শিখলে আপনার জন্যও ভালো।
যেমন আমি ক্লাইন্টের কোনো কাজকেই না বলতাম না। নিজের প্রয়োজনে শিখেছি। এমনও হয়েছে গ্রাফিক্স ডিজাইনার হয়েও আমি ক্লাইন্টকে ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজ করে দিয়েছি, ডোমেইন-হোস্টিং হ্যান্ডেল করেছি।
এতো গেলো বিদেশি ক্লাইন্টের কথা, আমাকে যারা চিনেন তারা দেখেছেন- প্রয়োজনে আইটি সাপোর্টও দিয়েছি। আবার আইটি-বাংলা থেকে সিসিএনএ কোর্স করেছি এ্যাডভান্স নেটওয়ার্কিং সম্পর্কে জানার জন্য।
নতুন নতুন বিষয় এখনো শেখার চেস্টা করছি।
তো যত শিখবেন ততই আপনার জন্য ভালো। মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন।
কোন কোন মার্কেটপ্লেসে কাজ করা যাবে?
খুব জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে- ফ্রিল্যান্সার.কম এবং আপওয়ার্ক.কম। এছাড়াও পিএসডি ও ভেক্টর ডিজাইন করে বিভিন্ন মার্কেটপ্লেসে সেল করা যায়।
যেমন-থিমফরেস্ট, গ্রাফিকরিভার, ফ্রিপিক, ক্রিয়েটিভ মার্কেট ইত্যাদি। আবার টি-সার্ট, জুয়েলারি ডিজাইন করেও বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড মার্কেটে সেল করা যায়, ব্যবসাও করা যায়।
গ্রাফিক্স ডিজাইন শিখে কি কি কাজ করা যাবে?
প্রিন্ট এবং ওয়েবের সব ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যাবে। যেমন- নিউজপেপার, ম্যাগাজিন, লিফলেট, পোস্টার, ব্যানার, ভিজিটং কার্ড, পিএসডি ওয়েবসাইট ডিজাইন, স্যোশাল মিডিয়া ব্যানার-পোস্ট, বিভিন্ন এ্যাড ডিজাইন ইত্যাদি।
যারা শিখতে আগ্রহী তারা এখনই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেইসবুক পেজ এবং গুরুপে জয়েন করুন।
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকেও বলুন ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্স করার সুযোগ নিতে।